শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত 

কুষ্টিয়া প্রতিনিধি  

কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত 

‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা ও নদীর গতিপ্রকৃতি সুরক্ষার উদ্দেশ্যে নির্ধারিত মৌজাভুক্ত এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পদ্মা নদী থেকে বে-আইনী ও অবৈধ পন্থায় বালু উত্তোলন আজও বন্ধ হয়নি। প্রকাশ্যে দিন রাত তোলা হচ্ছে বালু। 

প্রতিদিন প্রায় দুই শতাধিক ট্রলার ভর্তি করে বালু তুলছে বালুখোর চক্র। এভাবে অপরিকল্পিতভাবে বালু তোলায় নদী হারাচ্ছে স্বাভাবিক প্রকৃতি। অন্যদিকে তীব্র ভাঙনে বিলিন হচ্ছে নদীপাড়ের সমতল ভূমি কৃষিজমি নানা স্থাপনাসহ বাড়িঘর ও জনপদ। সংবাদ সংগ্রহে গিয়ে বালুখোর চক্রের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকারও হয়েছেন সাংবাদিকরা।

শুধু পদ্মা নদীতেই নয় কুষ্টিয়ার গড়াই নদীতেও একই কায়দায় অবৈধভাবে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। 

কুষ্টিয়ার গড়াই নদীর সৈয়দ মাসউদ রুমী সেতুর কাছে রাত দিন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। 

পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে ঘাট পরিচালনা করে আসছে প্রভাবশালী এক নেতার ছেলে। তিনি কোন আইনকে তোয়াক্কা না করেই নিজ ক্ষমতাবলে  কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খোকসা পর্যন্ত বালি ঘাট নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তালবাড়ীর এক প্রভাবশালী নেতাও এখন পদ্মা নদী থেকে বালি উত্তোলন করে যাচ্ছে। 

তালবাড়ী ইউনিয়নের পদ্মা গড়াই মহানন্দ ও হাটশ হরিপুর সীমানা ঘেসে বালি উত্তোলন করায়  তালবাড়ী এলাকার নদী পারের হাজার হাজার একর ফসলী জমি ও বসতী ঘরবাড়ী ভেঙে নদীগর্ভে বিলিন হচ্ছে।  ঝুঁকিতে পড়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী  মহাসড়ক। জমি রক্ষায় এলাকার মানুষ মানববন্ধন ও করেছে। প্রতিবাদ করেও কোন লাভ হচ্ছে না।  

এদিকে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর বালুখোর চক্রের সন্ত্রাসী বাহিনীরা হামলা, অপহরণ ও হত্যা চেষ্টাসহ সরঞ্জাম ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এরই  প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার ব্যানারে। সেই সাথে কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহারও দায়ের করা হয়। 

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর এই সংবাদের ফলোআপ করতে কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পদ্মা নদীর মধ্যে গিয়ে কিছুক্ষণ ভিডিও ধারন করার পর তালবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডলের নির্দেশে শামীম, টিক্কা ও সজিবসহ মোট ৬ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রের গুলি বর্ষন করতে করতে এসে এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি শরীফ বিশ্বাস, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ ক্যামেরা পার্সন মো. আশিফুজ্জামান ও চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়াস্থ স্টাফ ক্যামেরা পার্সন এস আই সুমনের ওপর হামলা চালায়। 

এই হামলার ঘটনায় তালবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডলকে প্রধান আসামি করে শামীম, টিক্কা ও সজিবের নাম উল্লেখসহ টাওয়েলে মুখবাধা অজ্ঞাত আরও ৩জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলা নং ৪৩/২৩। অভিযোগ বিষয়ে মন্তব্য নিতে ইউপি চেয়ারম্যান হান্নান মন্ডলের মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান জানান, ‘পদ্মা নদিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করবে। 

টিএইচ